কিশোরগঞ্জ জুয়েলার্স সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান গতকাল শুক্রবার (১১ ডিসেম্বর) পৌর শহরের অতিথি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সদ্য অনুষ্ঠিত কিশোরগঞ্জ জুলেলার্স সমিতির নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্বগ্রহণ ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদ। নব-নির্বাচিত সভাপতি গাজী জামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান বেলাল, কিশোরগঞ্জ কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহামুদুল হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলার ভারপ্রাপ্ত সভাপতি (নাসিব) বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন মাস্টার, কিশোরগঞ্জ বড়বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো: খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিলু, কিশোরগঞ্জ পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির সভাপতি ওয়ালীউল্লাহ জুবায়ের, বাংলাদেশ দোকান মালিক সমিতির জেলা শাখার যুগ্ম আহবায়ক ওসমান গণি, কিশোরগঞ্জ ইট প্রস্তততকারী মালিক সমিতির সভাপতি আলহাজ হাফেজ মো: খালেকুজ্জামান, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ইকবাল আহাম্মদ চৌধুরী, বাংলাদেশ জুয়েলার্স সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক মো: মাসুদুজ্জামান মাসুদ, সমিতির সাবেক সভাপতি মো: আসাদুজ্জামান আসাদ’সহ নব-নির্বাচিত কমিটির সকল প্রতিনিধি।
সমিতির অভিষেক অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
Leave a Reply