কিশোরগঞ্জ জেলার পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান।
আজ বুধবার (২৩ ডিসেম্বর) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে পুরষ্কৃত করা হয়। পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ (বিপিএম বার) জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহানের হাতে ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেন।
.
অফিসার ইনচার্জ (ওসি) ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের পুরষ্কৃত করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. তাহিয়াত আহমেদ চৌধুরী, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও ১৩টি থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার প্রাপ্ত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply