জেলা ও উপজেলা পর্যায়ে ধান চাল ক্রয় কমিটিতে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালী করেছে কিশোরগঞ্জ জেলা কৃষকলীগ ।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি আহমদ উল্লাহ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর নেতৃত্বে আনন্দ র্যালীটি জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খরমপট্টিস্থ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ।
এর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আক্তারুজ্জামান শিপন, জেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী, আবুল হাশেম মাস্টার, সাংগঠনিক সম্পাদক এম এ হানিফ, কায়সার আহমেদ লিংকন, আসাদুজ্জামান আসাদ, জেলা কৃষকলীগের মহিলা সম্পাদিকা হাসিনা হায়দার চামেলী, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি কামাল পাশা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হেভেন, শহর কৃষকলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ।
আনন্দ র্যালী ও পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতার রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply