আজ রোববার (২৯ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ পুলিশ লাইনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার)।
এ সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলী ছাড়াও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে জেলার বিভিন্ন থানায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের সফল কাজের জন্য তাদের হাতে পুরস্কারের ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।
Leave a Reply