চূড়ান্ত ফলাফলের এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ আপন জুয়েলার্সের মালিক গাজী জামাল উদ্দিন, জামান জুয়েলার্সে মালিক মো: মাসুদুজ্জামান মাসুদ ও কোষাধ্যক্ষ পদে নন্দন জুয়েলার্সের নন্দন বণিক নির্বাচিত হয়েছে।
গত রোববার (১৩ আগস্ট) কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ড্রাষ্ট্রির অফিসে কার্যনিবার্হী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরবর্তী নির্বাচিত সদস্যদের সমন্বয়ে গঠিত কমিটি কেন্দ্রীয় কেন্দ্রে কমিটির কাছে জমা দেয়ার পর চূড়ান্তভাবে গৃহিত হয় ১৯ আগস্ট শনিবার।
নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বীরমুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন এবং সদস্য ছিলেন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ড্রাষ্ট্রির পরিচালক মো: মকবুল হোসেন বকুল ও সদস্য সচিব মো: আবদুল্লাহ আল মামুন।
নির্বাচন অনুষ্ঠানের দিন নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও সাবেক কোষাধ্যক্ষ পবিত্র চন্দ্র ঘোষ এবং ময়মনিসংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলার বিভাগীয় প্রধান চন্দ্রন কুমার ঘোষ।
Leave a Reply