ডেস্ক নিউজ ::
অগ্রযাত্রার ২ বছর কিশোরগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের। এ উপলক্ষে কেক কেটে সংগঠনটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। শনিবার দুপুরে নেহাল পার্কের অডিটরিয়ামে টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি চ্যানেল আই এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি অ্যাড শাহ আজিজুল হকের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ (বিপিএম) বার, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. এম.এ.আফজল, পৌর মেয়র মাহমুদ পারভেজ, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান,উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আসাদ উল্লাহ, র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে.কমান্ডার বিএন এম শোভন খান, চ্যানেল আই টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার চকোর মালিথা, সংবাদের জেলা প্রতিনিধি মস্তোফা কামাল,সমকালের ব্যুারোচীফ সাইফুল হক মোল্লা দুলু, ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু,কবি বাধন রায় প্রমুখ। বক্তারা বলেন, সাংবাদিকরা হলেন সমাজে বিবেক ও আয়না। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে দেশ ও সমাজের অগ্রযাত্রায় সহায়তা করে। শুভেচ্ছা বিনিময় শেষে আমন্ত্রিত অতিথিরা কেক কেটে ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। এ সময় কিশোরগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সদস্যবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান,গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দরা মধ্যহ্ন ভোজে অংশগ্রহণ করেন। শেষে বেতার ও টেলিভিশন শিল্পীরা গান পরিবেশন করেন।
Leave a Reply