কিশোরগঞ্জ থিয়েটার ফোরাম এর নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কোহিনুর আফজল, সম্পাদক মশিউর রহমান কায়েস ও সাংগঠনিক সম্পাদক শাহ্ শান্ত।
কিশোরগঞ্জ থিয়েটার ফোরাম (কেটিএফ) এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৯ মে) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে শহরের ২৫টি সাংস্কৃতিক সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীদের অংশগ্রহনে এক সভায় এ কমিটি গঠিত হয়।
.
উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ফোরামের সভাপতি নির্বাচিত করা হয় বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি কোহিনুর আফজলকে। সাধারন সম্পাদক হিসেবে জলছবি সাংস্কৃতিক সংঘের সাধারন সম্পাদক মশিউর রহমান কায়েস ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহন করেন মানবাধিকার নাট্য পরিষদের সহ-সভাপতি শাহ্ নূর মোহাম্মদ শান্ত। শীঘ্রই পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
.
কিশোরগঞ্জের সকল সাংস্কৃতিক সংগঠনগুলোকে একত্রিকরনসহ তাদের নানামূখি অধিকার রক্ষা ও শিল্প-সংস্কৃতিকে সামনে এগিয়ে নেওয়ার লক্ষে আগামী ১বছর কাজ করবে ফোরামের নতুন এই কমিটি।
.
সভায় সভাপতিত্ব করেন কেটিএফের সাবেক সভাপতি আব্দুল ওয়াহাব। আলোচনার শুরুতে বিগত দিনে প্রয়াত সাহিত্য ও সংস্কৃতিক অঙ্গনের কর্মীদের স্মরণ করে ১মিনিট নিরবতা পালন করা হয়।
বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগন কিশোরগঞ্জের শিল্প-সাহিত্যকে আরো বেগবান করার জন্য নানা কার্য্ক্রম নিয়ে আলোকপাত করেন। পরে সভার সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিগত কমিটি বিলুপ্তি ও সভা সমাপ্তি ঘোষনা করেন।
Leave a Reply