আজ দুপুর আনুমানিক ১২ টায় কিশোরগঞ্জ রেলওয়ে ষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে রেলের টিকেট কালো বাজারীর সাথে জড়িত ২ জনকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ। আটককৃত মোঃ ইমাম হোসেন পিপুল (৪৮), পিতাঃ মৃত আঃ হাকিম, সাং- যশোদল মধ্যেপাড়া, ও সজল (৩৯), পিতাঃ মোঃ শাহাব উদ্দিন, সাং- পূর্ব তারাপাশা, উভয় থানা ও জেলা- কিশোরগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় রেলের টিকিট কালো বাজারীর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তাদের নিকট হতে বিভিন্ন তারিখের কিশোরগঞ্জ টু ঢাকা, কিশোরগঞ্জ টু চট্টগ্রাম গামী রেলের আগাম ২৯ (ঊনত্রিশ) টি টিকিট উদ্ধার করা হয়। আসামীদের মোবাইল কোর্টের মাধ্যমে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষে অফিসমূখী মানুষ যেন নির্বিঘ্নে যাত্রা করতে পারে সে বিষয়ে র্যাব তৎপর রয়েছে। এরই প্রেক্ষিতে কিশোরগঞ্জ রেলওয়ে ষ্টেশনের টিকিট কালোবাজারী রোধ ও কালোবাজারীদের আইনের আওতায় আনার জন্য র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
Leave a Reply