শামসুল আলম শাহীন :
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র কিশোরগঞ্জ শহর সমাজ সেবার ৬ষ্ঠ ব্যাচের প্রশিক্ষণার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা সমাজ সেবার উদ্যোগে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা ।
জেলা সমাজ সেবার উপ-পরিচালক কামরুজ্জামান খানের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহামান্য রাষ্ট্রপতির ছোট ছেলে বিশিষ্ট সমাজ সেবক রাসেল আহমেদ তুহিন। স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা অফিসার মোছা. সালমা খানম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান সমন্বয়কারী মো. হুমায়ুন কবীর ও জেলা সমাজ সেবার সহকারি পরিচালক মো. শহীদুল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথার্থ শিক্ষা নয়। কারিগরি ও স্বশিক্ষায় জনগণকে শিক্ষিত হতে হবে। বক্তারা আরো বলেন, আজকের এই প্রচেষ্টা শুধু একজনকে করলে অথবা এই অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়ে গেলে চলবে না, এর জন্য সরকার ও জনগণ সবাইকে এগিয়ে আসতে হবে। কারিগরিক শিক্ষার কোন বিকল্প নাই।
আলোচনা শেষে বিশিষ্ট সমাজ সেবক রাসেল আহমেদ তুহিন-এর হাতে সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ক্র্যাস্ট তুলে দেন শহর সমাজসেবার কর্মকর্তাবৃন্দ ও নবাগত প্রশিক্ষণার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা, শহর সমাজসেবার কর্মকর্তা, কর্মচারী, প্রশিক্ষণার্থীসহ অভিভাবক ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply