শামছুল আলম শাহীন :
শুক্রবার থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র অষ্টমী স্নান উৎসব। শুল্কাতিথি অনুযায়ী শুক্রবার সকাল ১১টা ৪৮ সেকেন্ডে লগ্ন শুরু হয়। দুই দিনব্যাপী এ স্নান উৎসব শেষ হয়েছে আজ শনিবার সকাল ৮টা ৫৮ মিনিট ১৪ সেকেন্ডে।
জগতের যাবতীয় সংকীর্ণতা ও পঙ্কিলতার আবরণ থেকে মুক্তির বাসনায় পুণ্যার্থীরা হোসেনপুর ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান করতে দূর-দূরান্ত থেকে এসেছে। দেশি ও বিদেশি ভক্তদের স্নান শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে জেলা ও উপজেলা প্রশাসন হোসেনপুরের ৩ কিলোমিটার এলাকা জুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে।।
হোসেনপুর ব্রহ্মপুত্র নদে গিয়ে দেখা গেছে, স্নানের পর নারী পুণ্যার্থীদের কাপড় বদলের ব্যবস্থা রাখা হয়েছে। ঘাটগুলোর পাশে কয়েকটি ছোটো রুম থাকলেও চাহিদার তুলনায় অনেক কম। তবে স্নান উপলক্ষে ১২টি ধর্মীয় স্বেচ্ছাসেবী সামাজিক সেবামূলক সংগঠন পুণ্যার্থীদের সেবা দিতে ক্যাম্প স্থাপন করেছে। এসব ক্যাম্প থেকে পুণ্যার্থীদের রান্না করা খাবার ও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
Leave a Reply