নিউজ ডেস্ক :
রোববার ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ গণমাধ্যমকে জানান, সংসদের সংরক্ষিত আসন ও কিশোরগঞ্জ-১ আসনের নির্বাচনী তফসিল নিয়ে সোমবারের (১৪ জানুয়ারি) কমিশন সভায় আলোচনা হবে। তবে এদিনই তফসিল ঘোষণা হবে কি না তা বলা যাচ্ছে না। কবে তফসিল ঘোষণা করা হবে, সেটা কমিশনের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে বিকেলে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজকের কমিশন সভায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতিমণ্ডলীর সদ্য প্রয়াত সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শূন্য হওয়া কিশোরগঞ্জ-১ আসনের নির্বাচনের তফসিল নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত হতে পারে। মৃত্যুর আগে তিনি শপথ নিতে না পারায় এ আসনে সাধারণ নির্বাচনই অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, যেহেতু সৈয়দ আশরাফুল ইসলাম সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেননি তাই কিশোরগঞ্জ-১ আসনে উপনির্বাচন নয়, সাধারণ নির্বাচনই হবে।
Leave a Reply