দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা নাসিরুল ইসলাম খান আওলাদ।
সোমবার (২৭ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ওই পদত্যাগপত্র জমা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত নাসিরুল ইসলাম খান আওলাদ।
তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে নির্বাচন করবো। তাই নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছি। এবার দলীয় নেতাকর্মীদের দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হবে।
জানা গেছে, নাসিরুল ইসলাম খান আওলাদ গত নির্বাচনে করিমগঞ্জ উপজেলা পরিষদ থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। টানা ২২ বছর ধরে করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বীর মুক্তিযোদ্ধা নাসিরুল ইসলাম খান।
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়। তবে তা পরিবর্তন করে মহাজোটের প্রার্থী হিসেবে বর্তমান জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুকে এ আসন থেকে মনোনয়ন দেয়া হয়। এরপর থেকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনটি চলে যায় জাতীয় পার্টির দখলে। এবার জাতীয় পার্টি আলাদা নির্বাচন করায় দীর্ঘদিন পর এ আসনে নৌকার প্রার্থী দেয়া হয়।
Leave a Reply