নিজস্ব প্রতিবেদক
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসন থেকে আবারো নৌকার মনোনয়ন পেলেন টানা দুই- দুই বারের সংসদ সদস্য রাষ্ট্রপতি তনয় প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।
গতকাল রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়নের চিঠি তিনি গ্রহন করেন।
দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ তার হাতে মনোনয়নের চিঠি তুলে দেন।
প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক কিশোরগঞ্জ-৪ আসনে থেকে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এমপি হওয়ার পর তিনি নিজ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
মনোনয়ন পেয়ে তিনি প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতঞ্জতা প্রকাশের পর নিজ নির্বাচনী এলাকা ইটনা-মিটামঈন-অষ্টগ্রামের মানুষের প্রতি শোকরানা প্রকাশ করে আবারো তাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহব্বান জানান।
Leave a Reply