হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি :
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভৈরব-কুলিয়ারচর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৬ আসনে আওয়ামীলীগ মনোনিত নাজমুল হাসান পাপনের প্রতিপক্ষ হয়ে জাতীয় ঐক্যফ্রন্ট (বিএনপি) মনোনিত প্রার্থী হিসেবে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের মনোনয়নপত্র জমা দাখিল করা হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আজ বুধবার বিকেল পৌনে চারটায় সহকারি রিটার্নিং কর্মকর্তা ও ভৈরব উপজেলা নির্বাহি কর্মকর্তা ইসরাত সাদমীনের হাতে আলমের পক্ষে প্রার্থীর প্রস্তাবকারী ভৈরব উপজেলা বিএনপি সভাপতি মো: রফিকুল ইসলাম মনোনয়ন পত্র জমা দনে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: আনিসুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাহবুব আলম, বিএনপি প্রার্থীর সমর্থনকারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলামসহ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, পৌর বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম সরকার, মো: আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান, উপজেলা যুবদল সভাপতি দেলোয়ার হোসেন সুজন প্রমুখ।
Gerçekten inanilmaz ya neler var neler 🙂
Very nice application
.çö lşip
.çö lşip
.çö lşip
^ %
<a href="https://cialisnedir.org/^ %
üü,-*.çö üğ
üü,-*.çö üğ
üü,-*.çö üğ
üü,-*.çö üğ
üü,-*.çö üğ