আগামীকাল অনুষ্ঠিতব্য কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী পৌঁছানো শুরু হয়েছে।
আজ সকাল থেকে জেলার ৮ শত ৩৮টি ভোট কেন্দ্রের জন্য ব্যালট বাক্স, ব্যালট পেপার ও অমোচনীয় কালিসহ অন্যান্য সামগ্রী প্রেরণ করা হচ্ছে।
কিশোরগঞ্জ জেলা সদর, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, বাজিতপুর, নিকলী ও কুলিয়ারচর এ ৭টি উপজেলার নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং করিমগঞ্জ, তাড়াইল, হোসেনপুর, পাকুন্দিয়া, কটিয়াদী ও ভৈরব এ ৬টি উপজেলার নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে পৃথক পৃথকভাবে ভোটের সামগ্রী প্রেরণ করা হয়।
আগামীকাল অনুষ্ঠিতব্য কিশোরঞ্জের ১৩টি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে। ১৩ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২১ লাখ ২৬ হাজার ৮৩০ জন।
Leave a Reply