সালাহ্উদ্দিন শুভ :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিজ ঘরে শারমিন আক্তার (১৮) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ ভোরে উপজেলাল হাজীপুর ইউনিয়নের বালিয়াটিলা এলাকায় এ ঘটনাটি ঘটে। শারমিন হাজীপুর ইউনিয়নের বালিয়াটিলা গ্রামে লাল মিয়ার মেয়ে। সে সুজা মেমোরিয়াল কলেজের ২য় বর্ষের ছাত্রী।
পুলিশ সূত্র জানায়, রাতে কলেজছাত্রী শারমিন নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে পরিবারের সদস্যরা পরে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের পাঠায়। কুলাউড়া থানার এসআই মো:রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যা নাকি আত্মহত্যা বুঝা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের পর বিস্তারিত জানাযাবে।
Leave a Reply