রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুলিয়ারচরে এক দেয়ালে মসজিদ মন্দির

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৩৬ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে এক দেয়ালে মসজিদ মন্দির

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দেয়ালের একপাশে মোয়াজ্জিনের কণ্ঠে মিষ্টি সুরে আযান ও মুসল্লিদের নামাজ শেষ হলেই দেয়ালের অন্য পাশে মন্দিরে সুর উঠে কাঁসর-ঘন্টার আওয়াজ ও উলুধ্বনির। যুগে পর যুগ ধরে এমনই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন বহন করছে কুলিয়ারচর সদর বাজারে অবস্থিত সাবরেজিস্ট্রার জামে মসজিদ ও শ্রী শ্রী কালী ও দুর্গামন্দির।

শুধু তাই নয়, কুলিয়ারচর পৌরশহরস্থ মৎস্য আড়তে গিয়ে দেখা মিলেছে আরেক সম্প্রীতির নিদর্শন। কুলিয়ারচরের প্রাচীন এ মৎস্য আড়তের একটি আড়ৎ ঘরে গিয়ে দেখা যায়, ঘরের এক পাশে ‘আল্লাহ ভরসা মৎস্য আড়ৎ’ এবং অন্য পাশে ‘শ্রী ভক্ত ফিস ট্রেডার্স’ নামের দুটি আলাদা আলাদা মৎস্য আড়ৎ একই রুমে পাশাপাশি বসে তাদের ব্যবসা পরিচালনা করছেন। প্রায় এক যুগ ধরে সম্প্রীতির নিদর্শন হিসেবে একই রুমে পাশাপাশি ব্যবসা করে যাচ্ছেন তারা।

একই চিত্র দেখা যায়, কুলিয়ারচর কেন্দ্রীয় জামে মসজিদে গিয়েও। মসজিদ আঙিনায় দিন রাত হিন্দু মুসলিম সহ সকল ধর্মের মানুষের আনাগোনা। মসজিদের বাথরুম, ওয়াশরুম সকল ধর্মের মানুষরা ব্যবহার করছে কোনো রকম বাঁধা বিঘ্ন ছাড়া।

কথা হয় একই দেয়ালে নির্মিত সাবরেজিস্ট্রার মসজিদের ইমাম মাওলানা হোসাইন আহমদের সাথে, তিনি জানান প্রায় ১৯ বছর যাবত তিনি এ মসজিদে ইমামের দায়িত্ব পালন করে আসছেন। মসজিদ ও লাগোয়া মন্দিরে উভয় ধর্মের মানুষজন তাদের নিজেদের মত ধর্ম পালন করে যাচ্ছেন। এতে কখনও কোনোদিন সমস্যা হয়নি। এই সময়ে কোনদিনও তাদের মধ্যে মনক্ষুন্নতা সৃষ্টি হওয়ার কোন ঘটনা ঘটেনি।

প্রায় একই কথা জানান মসজিদ লাগোয়া বাজার শ্রী শ্রী কালী ও দুর্গামন্দিরের সভাপতি দিলীপ কুমার সাহা। তিনি বলেন, একই আঙ্গিনায় অবস্থিত এ মসজিদ ও মন্দিরে নানা ধর্মীয় আনুষ্ঠান পালন হয়ে আসছে যুগ যুগ ধরে। তিনি বলেন, আমি প্রায় ৩২ বছর ধরে এ মন্দিরের সভাপতির দায়িত্বে আছি কিন্তু মন্দির লাগোয়া মসজিদ হওয়ার সত্ত্বেও কখনোই কোনো সমস্যা সৃষ্টি হয়নি। নির্বিঘেœ আমরা আমাদের ধর্মীয় উৎসব পালন করে আসছি।

একই রুমে পাশাপাশি দুজন ভিন্ন ধর্মাবলম্বীদের ব্যবসা প্রসঙ্গে জানতে চাইলে ‘আল্লাহ ভরসা মৎস্য আড়ৎ’ এর স্বত্ত্বাধিকারী মোঃ মিশু মিয়া বলেন, আমরা দুজন আল্লাহ ভরসা মৎস্য আড়ৎ ও শ্রী ভক্ত ফিস ট্রেডার্স নামে একই ঘরে মিলেমিশে ব্যবসা করছি। দুজন দুজনে ভাই ভাইয়ের মতো একে অপরের কাজে সহযোগিতা করি।

শ্রী ভক্ত ফিস ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী যতীন্দ্র দাস ভক্ত বলেন, ঐতিহ্যবাহী কুলিয়ারচর মৎস্য আড়তে একই ছাদের নিচে একই ঘরে হিন্দু-মুসলমান মিলে ব্যবসা করে আসছি এতে কখনোই কোনো ভেদাভেদ আমাদের মনে আসেনি। একই ঘরে দুজন দুজনের ধর্মীয় অনুষ্ঠান করছি, প্রয়োজনে একে অপরের জিনিসপত্র ব্যবহার করে আসছি একটি পরিবারের মতই। আমরা দু’জন ভিন্ন ধর্মাবলম্বী বিষয়টি কখনোই মাথায় আসে না।

এ বিষয়ে কুলিয়ারচর সুশীল সমাজের প্রতিনিধি শেখ জহির উদ্দিন বলেন, এ সময়ে এসে এমন সম্প্রীতির বন্ধন দেখে মনে সাহস পাই। এমন সম্প্রীতির বন্ধন গোটা দেশ সহ সকল মানুষে মাঝে ছড়িয়ে পড়ুক এই কমনা করি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com