মো: কাইয়ুম হাসান :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মধ্য দ্বারিয়াকান্দী গ্রামের হামিদ মিয়া ০৪ দিন যাবৎ বাড়ি ফিরতে পারছে না। গত মঙ্গলবার দিনে দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেড় ধরে প্রতিপক্ষের লোকজন বাড়ির সীমানা প্রাচীর, ঘর ও ঘরের মধ্যে থাকা আসবাবপত্র ভাংচুর করে এবং হামিদ মিয়াকে প্রাণ নাশের হুমকি দেয়। প্রাণ নাশের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন হামিদ। বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান প্রতিপক্ষের লোকজন প্রভাবশালী হওয়ায় এ ধরণের কাজ করে তারা পার পেয়ে যায়। এদিকে পুত্র সন্তান না থাকায় বাড়ী ও জমি রক্ষার শক্তি নেই বলে মনে করে হামিদ। হামিদ ও তার পরিবার এ জঘণ্য কাজের বিচার প্রার্থী।
inanmiyordum ama gördüm