কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বসত বাড়ি থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে কুলিয়ারচর থানা পুলিশ। এ-ঘটনায় রির্পোট লেখার আগ পর্যন্ত আসামিকে গ্রেফতার ও কুলিয়ারচর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জানা যায়, মাদক উদ্ধার হওয়া বাড়িটির মালিক ফরিদপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ দুলাল মিয়া (৪৫)। মোঃ দুলাল মিয়া ফরিদপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ এ.কে.এম সুলতান মাহমুদের সার্বিক নির্দেশনা কুলিয়ারচর থানার এস.আই কাজী রাকিব ফোর্স নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা দুলাল মিয়ার বসত বাড়ি অভিযান পরিচালনা করে, তার বাড়ি থেকে দুইটি বস্তায় পলিথিনের প্যাকেটে মোড়ানো ২০ লিটার চোলাই মদ উদ্ধার করে।
এ-সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ দুলাল মিয়া দৌড়ে পালিয়ে যায়।
এই বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম সুলতান মাহমুদ বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আসামিকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
Leave a Reply