হৃদয় আজাদ :
কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে অপহৃত পঞ্চম শ্রেণী পড়ুয়া শিশু শিক্ষার্থী তামিম কে ভৈরব রেলস্টেশন থেকে উদ্ধার করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ। শিশুটি কুলিয়ারচর উপজেলার বাজরা তারাকান্দি কামালিয়া গ্রামের নাসির উদ্দিনের পুত্র বলে জানা গেছে। সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে উদ্ধারের পর শিশুটিকে তার মা-বাবার কাছে হস্থান্তর করা হয়।
জানাযায়, প্রতিদিনের মতো আজ সোমবার সকালে শিশু শিক্ষার্থী তামিম বাড়ি থেকে বের হয়ে বাজরা তারাকান্দি এলাকায় অবস্থিত প্রত্যাশা আইডিয়াল স্কুলে যাওয়ার জন্য রওনা দেয়। পথিমধ্যে অপহরনকারি চক্রের সদস্যরা শিশুটিকে চেতনা নাশক ঔষধ প্রয়োগের মাধ্যমে অজ্ঞান করে ভৈরব রেলওয়ে ষ্টেশনে নিয়ে এলে শিশুটির জ্ঞান ফিরে আসে। এসময় শিশুটি চিৎকার-চেচামেচি শুরু করলে ওই অপহরনকারী চক্র শিশুটিকে ষ্টেশনের প্লাটফর্মে রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ভৈরব রেলওয়ে থানা পুলিশ শিশু তামিমকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান, শিশুটি অপহৃত হয়নি । শিশুটি কুলিয়ারচর থেকে ট্রেনে করে ভৈরবে চলে আসে। আমরা ট্রেন থেকে তাকে উদ্ধার করে তার মা-বাবার কাছে হস্থান্তর করেছি।
Leave a Reply