আসন্ন ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে কুলিয়ারচর পৌরসভা নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে অনেক জল্পনাকল্পনা শেষে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মেয়র পদে একক প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ হাসান সারওয়ার মহসিনের নাম ঘোষণা করা হয়েছে।
.
বুধবার (১৬ ডিসেম্বর) বিকালে বীর প্রতীক শহীদ সেলিম সংসদ প্রাঙণে এক নির্বাচনী আলোচনা সভায় কিশোরগঞ্জ-৬ আসনের মাননীয় সাংসদ, বিসিবি ও এসিসি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপনের পক্ষে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান পৌর মেয়র ইমতিয়াজ বিন মুসা জিসান আনুষ্ঠানিকভাবে এই নাম ঘোষণা করেন।
.
কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের সভাপতি নিজাম কারীর সভাপতিত্বে ও পৌর নেতাকর্মীদের অংশগ্রহনে উক্ত নির্বাচনী আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুস সাত্তার মাস্টার, কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আলাল উদ্দিন, মহিলা আওয়ামী লীগ নেত্রী ও জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সৈয়দা নাছিমা আক্তার চায়না, কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটিরি সভাপতি মুফতী ইলিয়াস মাহমুদ কাসেমী রাসেল, পৌরশহরের ৯টি ওয়ার্ড থেকে আগত সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দসহ কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
Related
Leave a Reply