নিজস্ব প্রতিবেদক,কেন্দুয়া
আয়কর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়ায় আজ সোমবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আয়কর মেলার আয়োজন করা হয়। জেলার উপ-কর কমিশনার কার্যালয়ের উদ্যোগে পৌরসভা মিলনায়তনে এ মেলার আয়োজন করা হয়।
সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলা এ ভ্রাম্যমাণ মেলায় করদাতাদের আয়কর বিবরণী জমা দেওয়াসহ বিভিন্ন ধরণের তথ্য সেবা দেওয়া হয়। এছাড়া ই-টিআইএন নিবন্ধন এবং পুনঃনিবন্ধনের সুবিধাও ছিল মেলাতে।
জেলার সহকারী কর কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান,কর প্রদানে সামর্থ্যবান প্রতিটি নাগরিককে খুঁজে বের করার পাশাপাশি কর প্রদানে উৎসাহিত ও করদাতার সংখ্যা বৃদ্ধি করাই এ মেলার প্রধান উদ্দেশ্য। দিনব্যাপী এ ভ্রাম্যমাণ আয়কর মেলায় চার শতাধিক করদাতা কর দিয়েছেন। এর মধ্যে নতুন করদাতা রয়েছেন শতাধিক। তবে নতুন করদাতাদের মধ্যে বেশিরভাগই হলেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক।
মেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অপর সহকারী কর কমিশনার এমদাদুল হক খান এবং আয়কর উপদেষ্টা অ্যাডভোকেট শহীদুল হক ফকির বাচ্চু প্রমূখ। সহকারী কর কমিশনার কার্যালয়ের একদল কর্মী করদাতাদের সেবায় নিয়োজিত ছিলেন।
Leave a Reply