নিজস্ব প্রতিবেদক, কেন্দুয়া
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান আজ বৃহস্পতিবার (১৫ নভেম্বর) নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাব পরিদর্শন করেছেন। এ উপলক্ষে দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আবদুল ওয়াহাবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ, নেত্রকোনা জেলা প্রশাসক (ডিসি) মঈনউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও ক্লাবের সাবেক সভাপতি আবদুল কাদির ভূঁইয়া ও সাবেক কমিশনার আশরাফ উদ্দিন ভূঁইয়া। এর আগে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো.মনিরুজ্জামান, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আল আমিন সরকার,কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরাত হোসেন গাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম ও ময়মনসিংহের আল আমিন নার্সি হোমের পরিচালক আবদুল্লাহ্ আল মামুন খান পাঠান প্রমূখ। এ ছাড়া বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম লেখক হুমায়ূন আহমেদের গ্রামেরবাড়ি রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুরে লেখকের নিজের হাতে প্রতিষ্ঠান ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’ পরিদর্শন করেন। তিনি উপজেলায় নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা পর্যালোচনা সভায় অংশগ্রহণ এবং একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সাথে বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
Leave a Reply