ঢাকার কেরানীগঞ্জ থেকে ৯৮ ভরি স্বর্ণ লুটের ঘটনায় জড়িত অভিযোগে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মুন্সি কামরুজ্জামান লিখন। তিনি ডিএমপির লালবাগ থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।
স্বর্ণ লুটের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার এসআই অলক কুমার দে জানান, শনিবার ঊর্ধতন কর্মকর্তারা তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
তিনি বলেন, গত ২ সেপ্টেম্বর মানিকগঞ্জ থেকে এক ব্যবসায়ী ৯৮ ভরি স্বর্ণ নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে রাজধানীর তাঁতীবাজারে যান। তাকে অনুসরণ করে আরেক ব্যক্তি সেখানে যান। তিনি মূলত ইনফরমার ছিলেন। শুক্রবার তাঁতীবাজার বন্ধ থাকায় ওই ব্যবসায়ী স্বর্ণ বিক্রি করতে না পেরে ফিরে যাচ্ছিলেন। পথে কেরানীগঞ্জের সাজেদা হাসপাতালের সামনে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন ব্যক্তি পুলিশ পরিচয়ে দিয়ে তাকে আটক করে গাড়িতে তোলে। পরে তার সঙ্গে থাকা ৯৮ ভরি স্বর্ণ লুটে করে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের নির্জন স্থানে নিয়ে ছেড়ে দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি মামলা করলে পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার করে কামরুজ্জামানের সম্পৃক্ততা পায়।
Leave a Reply