সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)। যদিও শুরু থেকেই সৌদি কর্তৃপক্ষ বিন সালমানের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করে আসছে।
যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছে, তুর্কি সরকার সিআইএ-এর কাছে যে রেকর্ড সরবরাহ করেছে সেটি শুনে এবং অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্তে এসেছে তারা।
ওই কর্মকর্তারা আরও বলেন, এরকম একটি অপারেশন বিন সালমানকে না জানিয়ে করা হয়নি। বরং তার ব্যক্তিগত নির্দেশেই খাশোগিকে হত্যা করা হয়।
সিএনএন জানিয়েছে, সিআইএ-এর তদন্ত নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। তাদের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সিআইএর এই তদন্ত প্রতিবেদনকে বেশ নির্ভরযোগ্য মনে করছে।
অবশ্য তদন্ত সম্পর্কে কোনও মন্তব্য করতে রাজি হয়নি সিআইএ কর্মকর্তারা। অন্যদিকে বিন সালমানের সম্পৃক্ততার বিষয়টি আবারও অস্বীকার করেছে সৌদি সরকার।
Thank you for great content. Hello Administ.