শামসুল আলম শাহীন: কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর(কিশোরগঞ্জ-১) আসনের পুননির্বাচনে গণতন্ত্র পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কিশোরগঞ্জ জেলার সভাপতি ভূপেন্দ্র ভৌমিক দোলন মনোনয়ন পত্র দাখিল করে। আজ দুপুর ১.৩০মিনিটে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়ন পত্র দাখিল করা হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক জহিরুল ইসলামের উপস্থিতিতে মনোনয়ন পত্র গ্রহণ করেন সহকারি রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো.তাজুল ইসলাম।
এ-সময় অতিরিক্তি জেলা প্রশাসক(সার্বিক) ও উপসচিব তরফদার মো. আক্তার জামীল, অতিরিক্তি জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আব্দুল্লাহ আল মাসউদ, সহকারি রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার মাহাদী হাসান, জেলা গণতন্ত্র পার্টির সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিল্কি, হাবিবুর রহমান মুক্তু, পরিতোষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক গাজী এনায়েতুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন সুধাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply