মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

গত ২৪ ঘন্টায় ৩১৮৭ জনের দেহে করোনা শনাক্ত, মোট ৭৮,০৫২

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৪০০ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ হাজার ১৮৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এনিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৮ হাজার ৫২ জন।

একই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানি হলো মোট ১ হাজার ৪৯ জনের।

মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ৩০ জন পুরুষ আর ৭ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ২০ জন, চট্টগ্রামের ৭ জন,  রাজশাহীর ৪ জন,  সিলেটের ৩ জন, বরিশালের ২ জন এবং রংপুরের ১ জন। হাসপাতালে মারা গেছেন ২৮ জন এবং বাসায় মারা গেছেন ৯ জন।

বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ৭৭২টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ১৮৭ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত করা হয়।

ডা. নাসিমা সুলতানা জানান, নতুন করে সুস্থ হয়েছেন ৮৪৮ জন করোনা রোগী। এ নিয়ে মোট ১৬ হাজার ৭৪৭ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জুন মাস শুরু হওয়ার পর একদিনেও শনাক্তের সংখ্যা দুই হাজারের নিচে নামেনি বাংলাদেশে। একটানা আটদিন যাবৎ মৃতের সংখ্যা ৩০ কিংবা তার চেয়ে বেশি।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com