নিউজ ডেস্ক:
গাজীপুরে শ্রীপুর উপজেলার ফরিদপুরে অটো স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা হলো চারজন। নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- রাসেল মিয়া, আনোয়ার হোসেন ও শাহজালাল।
এদের মধ্যে নিহত ময়মনসিংহের রাসেল মিয়া (৪৫) ওই কারখানার নিরাপত্তা কর্মী ছিলেন। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান জানান, আগুন নেভানোর পর মঙ্গলবার রাতে কারখানার ভেতরে আরও তিনজনের মরদেহের সন্ধান পাওয়া যায়। উদ্ধার করে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট প্রায় ১২ ঘণ্টা কাজ করে মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ভয়াবহ অগ্নিকাণ্ডে কারখানার তুলা, সুতা, যন্ত্রপাতি ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুনের ঘটনায় গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
Leave a Reply