বিশ্বজুড়ে বছরের প্রথম ছয় মাসে বিনোদন অঙ্গনের তারকাদের মধ্যে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ডকে। দ্বিতীয় স্থানে আছেন জনি ডেপ। সাবেক এই দম্পতির মামলার রায় হয়েছে এ বছর।
উইল স্মিথ আছেন তালিকার চতুর্থ স্থানে। অস্কারের মঞ্চে চড়কাণ্ড ঘটিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন তিনি। এ ছাড়া সেরা দশে রয়েছে বিটিএস ব্যান্ড, কিম কার্দাশিয়ান, জিনদায়া, ব্রিটনি স্পিয়ার্স ও আরিয়ানা গ্রান্দে।
এশিয়ান তারকাদের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে কোরিয়ান ব্যান্ড বিটিএসকে। একই ব্যান্ডের ভোকাল জাংকুককে খোঁজা হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ বার। তৃতীয় স্থানে রয়েছে ভারতের পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার নাম। গত মার্চে এই সংগীতশিল্পীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
এ বছর প্রয়াত হওয়া কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর আছেন ৫ নম্বরে। তালিকায় ৭, ৮ ও ৯ নম্বরে আছেন যথাক্রমে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট ও প্রিয়াঙ্কা চোপড়া। প্রথম দুজনের এই বছর বিয়ে হয়েছে, শেষেরজন মা হয়েছেন।
ভারতের দক্ষিণী তারকাদের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে কাজল আগারওয়ালকে। তিনি আছেন তালিকার ১৫ নম্বরে। আল্লু অর্জুন, বিজয়, মহেশ বাবুরা আছেন তালিকার শুরুর দিকেই।
Leave a Reply