নিউজ ডেস্ক :
পদ্মাসেতুতে মানুষের মাথা প্রয়োজন ও ছেলেধরার বিষয়ে গুজব ছড়ানোর অভিযোগে গত ১৬ দিনে ১০টি নিউজ পোর্টাল, ৬০টি ফেসবুক অ্যাকাউন্ট ও ২৫টি ইউটিউব চ্যানেল বন্ধ করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম বিভাগ। এ ছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির যুগ্মপুলিশ কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলম বলেন, ‘পদ্মাসেতুতে মানুষের মাথা লাগবে এমন গুজবের পর গত ৯ জুলাই থেকে কাজ করছিল পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। গুজব ছড়ানোর জন্য দায়ী অসংখ্য আইডি লিঙ্ক আমরা খুঁজে পাই। দেশ-বিদেশের বিভিন্ন জায়গাতে বসে এসব আইডি ব্যবহার করা হচ্ছিল।’
পুলিশ কর্মকর্তা নাজমুল আলম আরও বলেন, ‘আটক হওয়া অনেকেই না বুঝে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব শেয়ার দেন। কিন্তু একটা শ্রেণি বিদেশে বসে পরিকল্পিতভাবে এসব গুজব ছড়িয়েছে। পরিকল্পিতভাবে এ সব গুজব ছড়ানো হচ্ছিল।’
তিনি জানান, সাইবার ক্রাইম ইউনিট ৯৫টি ওয়েব লিঙ্ক বন্ধ করে দিয়েছে। এছাড়া এর সঙ্গে জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply