রান্নার সময় গ্যস সিলিন্ডার বিস্ফোরণে দুই সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গাজীপুরের কোনাবাড়ির ইসলামপুরে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার রাতে রান্না করার সময় গ্যাস লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লাগলে জীবন বাঁচাতে খাটের নিচে আশ্রয় নিলে সেখানেই তিনজন প্রাণ হারান।
নিহতরা হলেন শাহ আলম, তার স্ত্রী মনিরা বেগম ও তাদের ছেলে বায়জিদ ও মেয়ে ফাতেমা। তারা ইসলামপুরের একটি বাড়িতে ভাড়া থাকতেন। শাহ আলম ও তার স্ত্রী একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময়, আগুন দ্রুত সারাঘরে ছড়িয়ে পড়ে। ঘরের দরজা বন্ধ থাকায় কেউ বের হতে না পারায় আগুনে পুড়ে চারজনেরই মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গ্যাসের সিলিন্ডার লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply