ডেস্ক রিপোর্ট
রাজধানীর গুলশানের বাসা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুই দফায় নির্বাচন কমিশন (ইসি) থেকে মনোনয়নপত্র বাতিলের পর হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পাওয়ার একদিনের মাথায় তিনি গ্রেফতার হলেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম বলেন,শেরেবাংলা নগর থানার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেফতার করা হয়েছে ।
জানা গেছে, আজ বুধবার বেলা ১১টায় দুলুকে আটক করা হয়। ডিবি পুলিশ পরিচয়ে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে।
Leave a Reply