১৯৬৯ সালে চাঁদের বুকে পা রাখা দলের অন্যতম সদস্য মাইকেল কলিন্স মারা গেছেন। মাইকেল কলিন্সের পরিবার জানায়, দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর বুধবার তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
তার মৃত্যুতে শোক জানিয়ে নাসা এক বিবৃতি বলেছে, জাতি আজ একজন সত্যিকারের অগ্রদূত ও প্রবক্তাকে হারিয়েছে। অ্যাপোলো ১১ অভিযানের কমান্ড মডিউল চালক মাইকেল কলিন্সকে কেউ কেউ ‘ইতিহাসের সবচেয়ে একাকী মানুষ’ বলতেন। দুই সঙ্গীকে নিয়ে সেই অভিযানে তিনি প্রথমবারের মতো চাঁদে অবতরণ করেছিলেন। এটি আমাদের জাতির জন্য একটি মাইলফলক অর্জন ছিল।
মাইকেল কলিন্স ১৯৩০ সালে ইতালির রোমে জন্মগ্রহণ করেন। তিনি ওয়েস্ট পয়েন্টের মার্কিন সামরিক একাডেমি থেকে স্নাতক শেষে বিমান বাহিনীতে যোগ দেন। ১৯৬৩ সালে নাসা তাকে মহাকাশচারী হিসেবে বেছে নিয়েছিল। তার প্রথম মহাকাশ যাত্রা ছিল জেমিনি-১০ অভিযান।
১৯৬৯ সালের ১৬ জুলাই চাঁদের বুকে প্রথম পা রেখেছিল নাসার অ্যাপোলো-১১। চাঁদে অবতরণ করা ওই অভিযানে নীল আর্মস্ট্রং ও বাজ অলড্রিনের সঙ্গী ছিলেন মাইকেল কলিন্স।
Leave a Reply