ডেস্ক রিপোর্ট
জাতীয় সংসদ নির্বাচনে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টির প্রার্থীদের তালিকা আজ প্রকাশ করা হবে আজ।
আজ সোমবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়থেকে দলটির প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
দলীয় সূত্র জানায়, সংবাদ সম্মেলন থেকে দল ও নির্বাচন পরিচালনায় নতুন কোন চমক আসতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক পার্টির এক প্রেসিডিয়াম সদস্য বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার ক্ষমতা রাখে। ক্ষমতায় নেয়ার ক্ষমতাও কম নয়। জাপাকে ছোট করে দেখার কিছু নেই। চমক অন্যরা দেয়, এবার আমরাও দেব।
এর আগে গতকাল রোববার প্রায় ২৩০ আসনে মনোনয়নপ্রাপ্তদের চিঠি দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে জাতীয় পার্টির ঘাটি হিসেবে পরিচিত কয়েকটি আসনেও নৌকার মনোনয়ন দেয়া হয়েছে।
গত শনিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জাপার আসন বণ্টন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বৈঠক হয়। এতে জাপা তাদের চেয়ারম্যানের দেয়া তালিকার ৭০টি আসনের কথা বলে। তবে রোববার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জোটের শরিকদের জন্য ৬০ থেকে ৭০টি আসন ছেড়ে দেয়া হয়েছে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই।
Leave a Reply