হৃদয় আজাদ:
চলন্ত বাসে রাজধানীর ইবনে সিনা হাসপাতালের নার্স শাহীনুর আক্তার তানিয়াকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলো ভৈরব বন্ধু সভার আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় পৌর শহীদ মিনার প্রাঙ্গণে ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র এ্যাড: ফখরুল আলম আক্কাস, ভৈরব ডক্টরস্ ক্লাবের সভাপতি আজিজুল হক স্বপন, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান কবীর, ভৈরব রিপোটার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আমীন, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক আলাল উদ্দীন প্রমূখ।
মানববন্ধনে চলন্ত বাসে নার্স তানিয়াকে গণধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে জড়িত বাসচালক নুরুল ইসলাম ও তার সহযোগী লালনসহ অন্যান্য আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লার সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় সুশীল সমাজ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
Leave a Reply