নিজস্ব প্রতিবেদক :
আচ্ছা এমন যদি হতো আপনি কোন বাড়ির আঙিনায় দাঁড়িয়ে আছেন, প্রকৃতির মৃদু বাতাস আপনার গা ছুঁয়ে যাচ্ছে। আপনি দীর্ঘ শ্বাস নিচ্ছেন আর চোখ মেলে যে দিকেই তাকাচ্ছেন সেদিকেই অতল জলরাশি। বারান্দার সিঁড়িতে পানি আঁচরে পড়ছে, আপনি সেখানে পা ডুবিয়ে বসে আছেন। মন ভালো নেই, আপনি রবীন্দ্রনাথ, নজরুল বা নির্মলেন্দু গুণ পড়ছেন আর জানালা দিয়ে তাকিয়ে দেখছেন মাঝি গান গাইছে গলা ছেড়ে। আপনি একটি বাগানে ঘুরছেন। সে বাগান থেকে আকাশটাকে মনে হচ্ছে স্পর্শ করা যাবে। কখনো পাখি উড়ে যাচ্ছে দল নিয়ে। কোন চাঁদনী রাতে বসে আছেন নীরব-নিস্তব্য বাড়ির ছাঁদে। চারদিকে পানির কলকল আওয়াজ আর আপনার মনে হচ্ছে ভেসে বেড়াচ্ছেন অজানার পথে। যেখানে নেই কোন শহুরে কোলাহল। আছে শুধু বুক ভরা প্রশান্তি।
হ্যাঁ,,, এমনি এক স্বপ্নের জায়গা হলো বাহেরবালী মডেল উচ্চ বিদ্যালয়। চারপাশে পানিতে ঘেরা কিশোরগঞ্জ বাজিতপুরের বাহেরবালী গ্রামে এ বিদ্যালয় অবস্থিত। সিসিকের উদ্যোগে ২০১১ সালে এ স্কুলটি প্রতিষ্ঠিত হয়। স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় তিনশত জন। পরিস্কার পরিচ্ছন্ন প্রাঙ্গন, স্কুল ছাদের গোছানো পরিবেশ আর প্রকৃতির আলো বাতাস ঘেরা এ স্কুলটি যে কারো নজর কাড়বে।
কিন্তু এ স্কুলটি বছরের নয় মাস পানিতে ঘেরা থাকে। যাতায়াত ব্যবস্থা প্রতিকুলে থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা রয়েছেন বিপাকে। স্কুলের একটি নিজস্ব একটি নৌকা থাকলেও তা যথেষ্ট নয়। ছোট নৌকা করে ঝুঁকি নিয়ে প্রতিদিনই যাতায়াত করেন শিক্ষক-শিক্ষার্থীরা।একটি নৌকা থাকায় কয়েক ধাপে শিক্ষার্থীরা স্কুলে আসা যাওয়া করে। একদিকে যেমন স্কুলে আসতে দেরী হয় অপরদিকে বাড়ি পৌছতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। ফলে তাদের অভিভাবকরা থাকেন দুশ্চিন্তায়। স্কুলে বিজ্ঞানাগার থাকলেও পর্যাপ্ত সরঞ্জামের ব্যবস্থা নেই। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড করার জন্যও নেই কোন মাঠ । তাই স্কুলের চারপাশে প্রতিরক্ষা দেয়াল, ও একটি মাঠ তৈরি করা এখন সময়ের দাবী। হাওর অঞ্চলে প্রতিষ্ঠিত হলেও পাঠদান, সাংস্কৃতিক কর্মকান্ডে পিছিয়ে নেই স্কুলটি। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকগণ অক্লান্ত পরিশ্রমে পাঠদান দিয়ে আসছেন।
ওয়াননিউজের প্রতিনিধি বিদ্যালয়টি ঘুরে এসে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারওয়ার মোর্শেদ চৌধুরীর সাথে এ বিষয়ে স্বাক্ষাৎকার গ্রহণের সময় তিনি স্কুলের শিক্ষার্থীদের যাতায়াতের সু-ব্যবস্থায় দুটি নৌকা এবং শিক্ষার মান উন্নয়নে মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দেওয়ার আশ্বাস দেন।
Leave a Reply