মিরপুর জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে জাহিদ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোর চিড়িয়াখানার হাতির মাহুত আজাদ আলীর ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার জসীম উদ্দিন মোল্লা জানান, ছেলেটি হাতির মাহুতের ছেলে। তিনি বলেন, ঈদের কারণে চিড়িয়াখানায় প্রচুর মানুষ আসে। দর্শকদের ফুটবল নিয়ে খেলা দেখানোর সময় মাহুতের ছেলে বাবার কাছেই ছিল। হঠাৎ করেই একটি হাতি ওই কিশোরকে শুঁড় দিয়ে তুলে আছাড় মারে।
তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এ ঘটনার পর হাতিটিকে বিশেষ ব্যবস্থায় আলাদা করে রাখা হয়েছে।
জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার গণমাধ্যমকে বলেন, হাতি আক্রমণের পর আজাদ আলী ছেলেকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওয়ানা দেন। তখন পর্যন্ত চিড়িয়াখানা কর্তৃপক্ষকে আজাদ কিছু জানাননি। পরে আজাদ আলীর সঙ্গে আমার কথা হয়েছে। হাসপাতালে নেয়ার আগে পথেই জাহিদের মৃত্যু হয়। ছেলের লাশ নিয়ে আজাদ মৌলভীবাজারে উদ্দেশে রওনা হয়েছেন বলে জেনেছি।
Leave a Reply