ডেস্ক রিপোর্ট
আসছে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক বলেছেন, সাঁতার কাটতে জানলে নদী ও সাগরে কোনো পার্থক্য নেই। যে সাঁতার কাটতে জানে—তার জন্য পুকুর-নদী অথবা সাগর কোনো মানে রাখে না। বিশেষ কোনো উন্নয়ন নয়, নির্বাচিত হলে এলাকার প্রতিটি কাজই বিশেষ হিসেবে অগ্রাধিকার পাবে বলে তার প্রতিশ্রুতি।
সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে গুলশানের কালাচাঁদপুর এলাকায় নৌকার প্রচারণা শেষে সারাবাংলাকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
Leave a Reply