দুই বাংলার জনপ্রিয় দুই তারকা। অভিনয় জগতে তাদের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। এবার তাঁরা দু’জন আসছেন একই ফ্রেমে। ওপাড় বাংলার ঋষি কৌশিক- এপাড় বাংলার সাফা কবির।
‘চিলেকোঠার গল্প’ নামের একটি ভিন্নধর্মী গল্পের নাটকের শুটিংয়ে তারা এসেছেন চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সকলে পূজার ছুটি উপভোগ করলেও তারা দু’জন ব্যস্ত সময় পার করছেন শুটিংয়ে। ২৪ অক্টোবর থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে। শ্রীমঙ্গলের বিভিন্ন লোকেশনেই দৃশ্যায়িত হবে এই নাটকটি।
নাটকটির পরিচালনা করছেন রচনায় রাকেশ বসু। আর গল্প লিখেছেন আফরিন জামান লীনা। রবি কিরণ প্রোডাকশন হাউস থেকে ভিন্নধর্মী গল্প নিয়ে নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে আসতে চলেছে বলে জানিয়েছেন পরিচালক রাকেশ বসু।
নাটকের পরিচালক রাকেশ বসু জানান, গল্পে দেখা যাবে, ঋষি কৌশিক ভারতের একটি প্রতিষ্ঠানের স্থপতি। অফিসের কাজে তিনি বাংলাদেশের শ্রীমঙ্গলে আসেন। কিন্তু হোটেলে না উঠে তিনি একটি বাসার চিলেকোঠায় আশ্রয় নেন। সেই বাসায়ই থাকেন সাফা কবির। রাগ অভিমান থেকে একসময় ভালোলাগা তারপর ভালবাসা এবং পরিণয়।
নাটকটি নিয়ে অভিনেতা ঋষি কৌশিক বলেন, ‘অভিনয়ের জন্য আমি প্রথমবার বাংলাদেশে এসেছি। বেশ ভালো লাগছে এখানকার পরিবেশ ও প্রকৃতি। পরিচালক রাকেশ বসুর সঙ্গে অভিনয়ের ব্যাপারে কিছু দিন ধরেই কথা হচ্ছিল। রাকেশদা মানসম্মত নাটকই নির্মাণ করেন জেনেছি। আশা করছি এই নাটকটিও সকলের উপভোগ্য হবে, আর সে ভাবেই নাটকটিতে শ্রম দেয়ার চেষ্টা করব” বলে জানান জনপ্রিয় এই তারকা।
Like this:
Like Loading...
Related
Leave a Reply