চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে বিস্ফোরণে ৪৭ জন নিহত এবং ছয় শতাধিক মানুষ আহত হয়েছেন।
প্রদেশটির ইয়ানচেং শহরের জিয়াংশুই কাউন্টির চেনজিয়াগাং ইন্ডাট্রিয়াল পার্কে অবস্থিত ফ্যাক্টরিটিতে এই বিস্ফোরণ ঘটে বলে চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স।
সংবাদ সংস্থাটি জানায়, তিয়ানজিয়ায়ি কেমিক্যাল কোম্পানির একটি প্ল্যান্ট থেকে আগুন আশেপাশের ফ্যাক্টরিগুলোতে ছড়িয়ে বিস্ফোরণ ঘটায়। এসময় কাছাকাছি অবস্থিত একটি কিন্ডারগার্ডেনের শিশুরাও আহত হয়। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
এদিকে চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, বৃহস্পতিবার বেলা দুইটা ৪৮ মিনিটে ঘটা এই বিস্ফোরণে ৪৭ জন নিহত এবং ৯০ জন মারাত্মক আহত হয়েছেন। এর ফলে আশেপাশের ১৬টি এন্টারপ্রাইজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই বিস্ফোরণের হতাহতদের অনুসন্ধান ও উদ্ধারে সব ধরনের প্রচেষ্টা চালানোর দাবি করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন বলেও জানিয়েছেন।
কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি) সেন্ট্রাল কমিটির জেনারেল সেক্রেটারি এবং দেশটির সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান সি চিনপিং যতদ্রুত সম্ভব স্থানীয় সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিস্ফোরণের কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন এবং তা সময়মতো প্রকাশ করা হবে বলে জানিয়েছেন।
চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং জানিয়েছেন দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমাতে সবধরনের পদক্ষেপ নেয়া হবে। দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং বাস্তুসংস্থান ও পরিবেশ মন্ত্রণালয় ঘটনাস্থলের তাদের টিম পাঠিয়েছে।
Leave a Reply