দিলীপ কুমার সাহা :
কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে ছেলেধরা গুজব প্রতিরোধে নিকলী পুলিশের উদ্যোগে বুধবার ও বৃহস্পতিবার দুইদিন দিনভর নিকলী উপজেলার ১০ মাধ্যমিক স্কুল ও দুইটি কলেজ ও পথসভা করা হয়। এতে বলা হয় ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দেবেন না কোনো ব্যক্তিকে দেখলে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে খবর দিতেও বলা হয়েছে।
গত দুইদিনে নিকলী উপজেলার বিভিন্ন স্কুলে নিকলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন ও থানার অন্য কর্মকর্তারা ছেলেধরা গুজব সম্পর্কে সচেতনতামূলক প্রচার চালান। দেশে অস্বাভাবিক হারে বেড়েছে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে হত্যার ঘটনা। পদ্মা সেতুর নির্মাণ কাজে মানুষের মাথা লাগবে এমন গুজব ভাইরাসের মতো ছড়িয়ে পড়ায় ভয়াবহ এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশজুড়ে। আতঙ্ক মানুষ কোনো যৌক্তিকতা ধার না ধরে সন্দেহের বশে ঘটিয়ে ফেলছে গণপিটুনির ঘটনা।ছেলেধরা গুজব ও রটনাকারীদের কঠোর ভাবে দমন করা হবে। এধরণের গুজব যাঁরা ছড়াচ্ছেন তাদের চিহ্নিত করে পুলিশে দেবেন।
প্রয়োজনে ৯৯৯ নম্বরে অথবা ০১৭১৩৩৭৩৪৯০ নম্বরে ফোন করে গুজব রটনাকারীদের তথ্য পুলিশে দেবেন। ছেলেধরা গুজবে কান দিয়ে কাউকে পিটিয়ে আহত করবেন না। কাউকে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে হত্যা করবেন না। সন্দেহে পুলিশকে খবর দেবেন। পদ্মা সেতুর দেশের সবচেয়ের বড় উন্নয়ন প্রকল্প। এ প্রকল্পের সঙ্গে দেশের ভাবমূর্তি যুক্ত। একটি মহল এই উন্ন্য়ন ব্যহত করতে মিথ্যা গুজব রটিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। এটি গুরুতর অপরাধ। এ ধরণের গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা এবং গণপিটুনির দিয়ে কাউকে হত্যা করা ফৌজদারি অপরাধ। কেউ গুজব ছড়াবেন না। কাউকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেবেন না।
নিকলী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হয়।নিকলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন ভূইয়া ও থানার অন্য পুলিশ কর্মকর্তারা উপজেলার ১০ মাধ্যমিক স্কুল ও দুইটি কলেজে এ কর্মসূচি পালিত হয়েছে। ওসি মোঃ নাসির উদ্দিন ভূইয়া এসব শিক্ষাপ্রতিষ্ঠানে বলেন, সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে পদ্মা সেতুর জন্য মাথা লাগবে এমন গুজব ছড়িয়ে দিচ্ছে একটি কুচক্রীমহল।
সেতু নির্মাণে মাথা লাগবে কথাটি ভিত্তিহীন। দেশের বিভিন্ন স্থানে নিরীহ মানুষকে ছেলেধরা বলে গণপিটুনি দিয়ে হত্যা করা হচ্ছে। এ ধরণের হত্যাকান্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হচ্ছে। তাদের বিচার হবে। তাই গুজবে কান দেবেন না। কাউকে সন্দেহজনক মনে হলে পুলিশের হাতে তুলে দিন। কোনো অবস্থাতেই মারধর করবেন না।
Leave a Reply