কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে পানি ও বিদ্যুৎ অপচয় রোধসহ কয়েকটি গুরুত্বপূর্ণ জনসচেতনতামূলক বিষয়ে ‘স্টিকার ক্যাম্পেইন’ হয়েছে।
রোববার (১১ জুন) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ তাঁদের স্ব স্ব কার্যালয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
পরে সংগঠনটির সভাপতি আলী রেজা সুমন ও সাধারণ সম্পাদক সাজন আহম্মেদ পাপনের নেতৃত্বে জেলার বিভিন্ন অফিস, মসজিদ, মন্দির এবং শহরের বিভিন্ন পয়েন্টে রিকশা, অটোরিকশাসহ ছোট যানবাহনগুলোতে স্টিকার সাঁটিয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালায়। এ সময় সংগঠনটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, এ ধরণের সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম সব সময় চালু থাকবে।
উল্লেখ্য যে, কিশোরগঞ্জে কর্মরত সাংবাদিকদের এই সংগঠনটি ২০২০ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকেই বিভিন্ন সামাজিক কার্যক্রম ও করোনাকালীন সময়ে সাংবাদিকদের মধ্যে খাদ্য সামগ্রী উপহার, প্রচণ্ড শীতে দুস্থ এবং অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণসহ নানা ধরনের উদ্যোগ বাস্তবায়ন করেছে।
Leave a Reply