নিউজ ডেস্ক :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে ধানমন্ডি ৩২ নং এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ভূমি সংস্কার বোর্ড।
শ্রদ্ধা নিবেদনের সময় ভূমি সংস্কার বোর্ড এর ভারপ্রাপ্ত সচিব ও সদস্য (ভূমি ব্যবস্থাপনা) মোহাম্মদ জাকীর হোসেন, উপ-ভূমি সংস্কার কমিশনার-১, এ.জি.এম. মীর মশিউর আলম, উপ-ভূমি সংস্কার কমিশনার-৩, কাজী মেরাজ হোসেন, বিভাগীয় উপ-ভূমি সংস্কার কমিশনার, বরিশাল তরফদার মোঃ আক্তার জামীল সহ ভূমি সংস্কার বোর্ড এর সহকারী ভূমি সংস্কার কমিশনারগণ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের জন্য ভূমি সংস্কার বোর্ড এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ১৫ আগস্ট ভোর ৬ টার মধ্যেই মিরপুর রোডস্থ লাজ ফার্মার সামনে যেয়ে হাজির হন। সেখান হতে তারা পায়ে হেঁটে ধানমন্ডির ৩২ নম্বরে স্থাপিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, বিভাগীয় উপ-ভূমি সংস্কার কমিশনার, বরিশাল কার্যালয়ের উদ্যোগেও শহরের বঙ্গবন্ধু পার্কে স্থাপিত জাতির পিতার মুর্যালে ৭৫ এর ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির পিতাসহ সকল শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
Leave a Reply