ডেস্ক রিপোর্ট
গত ১১ ম্যাচে বাংলাদেশ দলের ওপেনিং জুটিতে নয়বার পরিবর্তন এসেছে। যার বিপক্ষে অধিনায়ক সাকিব।একই দলে বার বার পরিবর্তন, ক্রিকেটারদের ফর্মের বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে অভিষেক হওয়া ক্রিকেটারদের নিজেদের প্রমাণের জন্য সময় দেয়ার পক্ষে বিশ্বসেরা অলরাউন্ডার ।
বাংলাদেশ টেস্ট দলে গত এক মাসে পাঁচ ক্রিকেটারের অভিষেক দিয়েছে নির্বাচকরা, অপেক্ষায় আছে আরও একজন। কিন্তু একটি কিংবা দুইটি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন এই ক্রিকেটাররা। যার ফলে অনুপ্রেরণার বদলে মানসিকভাবে ক্ষতিগ্রস্থই বেশী হয়েছেন তারা। যা বাকিদের বার্তা দিচ্ছে ভেঙ্গে পড়ার।
নির্বাচকদের এই সিদ্ধান্তে খুশি নন টাইগার অধিনায়ক। তার মতে, অভিষেক করানো ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ দেয়া উচিত নিজেদের সামর্থ্য প্রমাণ করে দেখানোর জন্য। যা এক কিংবা দুই টেস্ট দিয়ে সম্ভব নয়।
‘আমি সবসময় পছন্দ করি একজন ক্রিকেটারের যখন অভিষেক হয় কিংবা তাকে যখন খেলানো হয়, তাকে যেন যথেষ্ট সুযোগ দেয়া হয়, তার সুপ্ত প্রতিভা এবং সামর্থ্য প্রমাণ করার। তারপরও যদি সে ব্যর্থ হয় তারপরেই তাকে পরিবর্তন করা উচিত, অভিষেক হওয়া ক্রিকেটারদের নিয়ে নিজের ভাবনার কথা সংবাদ সম্মেলনে বলেছিলেন সাকিব।
Leave a Reply