কিশোরগঞ্জ জেলা প্রশাসনের গ্রন্থনা ও প্রকাশনায় “জানা-অজানায় বঙ্গবন্ধু” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার (০২ জানুয়ারী) রাতে কিশোরগঞ্জ সার্কিট হাউজের দু’তলায় মুক্তিযুদ্ধা কর্ণার ও লাইব্রেরীতে নতুন বই উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার বিদায়ী জেলা প্রশাসক মো: সারওয়ার মুর্শেদ, নতুন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সূত্রধর, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা’সহ জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ। বইটির সম্পাাদনা পরিষদে ছিলেন জেলার সকল অতিরিক্ত জেলা প্রশাসক এবং সহকারী কমিশনার মাহামুদুল হাসান ও অব: প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম জাহান।
এই খবরটি পড়ুন: হোসেনপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন এমপি লিপি
কিশোরগঞ্জ জেলা প্রশাসন বইটিকে জেলার সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। ১০০ পৃষ্ঠার এই বইয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে ৫০০টি প্রশ্নের উত্তর সংযোজন করা হয়েছে। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম, শৈশব, পারিবারিক জীবন, শিক্ষাজীবন, রাজনীতিতে হাতেখড়ি, ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনীতি, ছয় দফা এবং বাঙালির অবিসংবাদিত নেতা, স্বদেশ প্রত্যাবর্তন এবং দেশ পুনর্গঠন, ১৫ আগস্ট এবং একটি কালো অধ্যায়, বঙ্গবন্ধুর ভাষণ, বঙ্গবন্ধুর স্মরণীয় কিছু উক্তি ও ছবি গ্যালারী’সহ বিপুল তথ্য দিয়ে বইটি ফুটিয়ে তোলা হয়েছে।
এই খবরটি পড়ুন: কিশোরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় একজন কারাগারে
Leave a Reply