আসছে ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে কুলিয়ারচর পৌরসভা নির্বাচন ২০২১। নির্বাচনকে ঘিরে আজ বিকালে কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসে, কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোঃ আশরাফুল আলম প্রতীক বরাদ্দ করেন। এবার কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থী পদে নির্বাচন করছেন মোট ৫৫ জন। এদের মধ্যে মেয়র ২ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন নির্বাচন করছেন। নিম্নে সকল প্রার্থীদের নাম ও প্রতীক সমূহ দেওয়া হলো…
ক) মেয়র পদে নির্বাচন করছেন ২ জন।
১. সৈয়দ হাসান সারোয়ার মহসিন (নৌকা)
২. নূরুল মিল্লাত (ধানের শীষ)
খ) কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলের পদে মোট প্রার্থী ১২ জন, তাদের নাম ও প্রতীক সমূহ।
১ নং থেকে নারী কাউন্সিলর পদে ৪ জন, তাদের নাম ও প্রতীক হলো
১. কৃষ্ণ রানী দাস (জবা ফুল)
২. ফারজানা আক্তার (আনারস)
৩. রহিমা আক্তার (চশমা)
৪. সোমা আক্তার (টেলিফোন)
২ নং থেকে নারী কাউন্সিলর ৩ জন, তাদের নাম প্রতীক হলো
১. ইয়ামিন আক্তার (আনারস)
২. সুরাইয়া আক্তার (চশমা)
৩. আসমা আকতার (টেলিফোন)
৩ নং থেকে নারী কাউন্সিলর ৫ জন, তাদের নাম ও প্রতীক হলো
১. ইভা বেগম (চশমা)
২. রীনা রানী সুত্রধর (জবা ফুল)
৩. আয়েসা আক্তার (আনারস)
৪. নাজমা আক্তার (অটোরিকশা)
৫. শামিমা আক্তার (টেলিফোন)
গ) কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর (পরুষ) পদে মোট ৪১ জন, তাদের নাম ও প্রতীক সমূহ
১নং ওয়ার্ড থেকে ৪ জন, তাদের নাম ও প্রতীক হলো
১. হাবিবুর রহমান (গাজর)
২. মোঃ মজনু মিয়া (উঠ পাখি)
৩. মোঃ সোহেল মিয়া (পানির বোতল)
৪. মোঃ অহিদ মিয়া (পাঞ্জাবি)
২নং ওয়ার্ড থেকে ২ জন, তাদের নাম ও প্রতীক হলো
১. মোঃ অলি উল্লাহ (পানির বোতল)
২. মোঃ হুমায়ুন কবির (উঠ পাখি)
৩নং ওয়ার্ড থেকে ৫ জন, তাদের নাম ও প্রতীক হলো
১. দিলিপ দাস (ডালিম)
২. নন্দলাল কুমার দাস (উঠ পাখি)
৩. মনোরঞ্জন দাস (পানির বোতল)
৪. নব কুমার দাস (পাঞ্জাবি)
৫. শ্রী কৃষ্ণ দাস (গাজর)
৪নং ওয়ার্ড থেকে ৩ জন, তাদের নাম ও প্রতীক হলো
১. আরমান মিয়া (উঠ পাখি)
২. মোঃ সেলিম মিয়া (পানির বোতল)
৩. পারবেজ মিয়া (পাঞ্জাবি)
৫নং ওয়ার্ড থেকে ৬ জন, তাদের নাম ও প্রতীক হলো
১. আতিকুর রহমান পরশ (পাঞ্জাবি)
২. দেলোয়ার হোসেন (ডালিম)
৩. মোঃ শাজাহান (পানির বোতল)
৪. সাইফুল ইসলাম (উঠ পাখি)
৫. ফরহাদ হোসেন (টেবিল ল্যাম্প)
৬. শিশু মিয়া (ব্রিজ)
৬ নং ওয়ার্ড থেকে ৬ জন, তাদের নাম ও প্রতীক হলো
১. মেরাজ খন্দকার (ডালিম)
২. মোঃ মকলেছুর রহমান ভূইয়া (টেবিল ল্যাম্প)
৩. হেলাল উদ্দিন ভূইয়া (উঠ পাখি)
৪. ইলিয়াস মিয়া (পানির বোতল)
৫. নূরে আলম (পাঞ্জাবি)
৬. মন্টু মিয়া (ব্রিজ)
৭ নং ওয়ার্ড থেকে ৪ জন, তাদের প্রতীক হলো
১. কাজি রফিকুল ইসলাম (টেবিল ল্যাম্প)
২. মেহরাব হোসেন জুয়েল (উঠ পাখি)
৩. মোঃ জামাল উদ্দিন (পাঞ্জাবি)
৪. মোঃ হারিছ মিয়া (পানির বোতল)
৮ নং থেকে ৬ জন, তাদের নাম ও প্রতীক হলো
১. হাফিজুর রহমান লাল মিয়া (উঠ পাখি)
২. লুৎফর রহমান ফরিদ (গাজর)
৩. নুরুল ইসলাম (পাঞ্জাবি)
৪. অহিদ ভুঁইয়া (পানির বোতল)
৫. শহীদ মিয়া (টেবিল ল্যাম্প)
৬. জজ মিয়া (ব্রিজ)
৯নং থেকে ৫ জন, তাদের নাম ও প্রতীক হলো
১. সৈয়দ কানন (পানির বোতল)
২. সৈয়দ সাইফুর রহমান (পাঞ্জাবি)
৩. মোঃ সোয়েব মিয়া রোমান (উঠ পাখি)
৪. সৈয়দ এরসাদুজ্জামান (টেবিল ল্যাম্প)
৫. ওমেদ আলী (ডালিম)
Related
Leave a Reply