ডেস্ক রিপোর্ট
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কেন্দ্রীয় সিদ্ধান্তের অংশ হিসেবে এখন পর্যন্ত ৬৪টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার দলটির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কেন্দ্রীয় নেতা বলেন, দল ও জোটের সিদ্ধান্ত অনুযায়ী জোটবদ্ধ থেকেই নির্বাচনে অংশ নেবে জামাত। কোন প্রতীকে তারা নির্বাচন করবেন সে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে সময় নেয়া হচ্ছে। তাড়াতাড়ি দলীয় সর্বোচ্চ ফোরামের বৈঠক হবে। এ বৈঠকেই প্রতীকের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম বলেন, ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়রী পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে মায়াতে ইসলামী ২২২ আসনে প্রার্থী দিয়েছিল। জয়ী হয়েছিল ১৮ প্রার্থী। তবে আগের চেয়ে জামায়াতের জনপ্রিয়তা বেড়েছে বলে দাবি করেন তিনি।
তিনিআরো বলেন,সেই প্রেক্ষাপট বদলেছে। সারাদেশে ৩০০ আসনেই নির্বাচন করার মতো যোগ্য প্রার্থী আমাদের হাতে রয়েছে। কিন্তু,জাতীয় স্বার্থে এবার আমরা আওয়ামী লীগ সরকারকে হটাতে জোটগতভাবে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ কারনেআমরা ছাড়দিচ্ছি অধিকাংশ আসনেই। তিনি জানান, ৬০ আসনে জেতার মতো সম্ভাব্য প্রার্থীদের তালিকা বিএনপিকে দেয়া হয়েছে।
Leave a Reply