রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে জাল সনদ ও তা তৈরির সরঞ্জামাদিসহ মো. আল আমিন (২৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। সোমবার ব্যাটালিয়ন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার কামরাঙ্গীরচরের রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২টি জাল সার্টিফিকেট, ৪ পিস জাল সার্টিফিকেট তৈরির বিশেষ ধরনের ব্লাংক কাগজ, ২টি জাল জন্ম সনদ, ১টি সিপিউ, ১টি কীবোর্ড, ১টি প্রিন্টার, ১টি মনিটর, ১টি মাউসসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার আল আমিনের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে র্যাব জানিয়েছে, আল আমিন বেশ কিছুদিন ধরে বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট তৈরি করছিলেন। তিনি টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র তৈরি করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকান্ড চালাচ্ছিলেন।
গ্রেপ্তার আল আমিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply