বিনোদন ডেস্ক : কাজের ফাঁকে কিছুদিনের ব্রেক নিয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন৷ গত কয়েকদিন আগেই গরমের কয়েকটা দিন গার্লস গ্যাংদের সঙ্গে একান্তে সময় কাটাতে পাড়ি দিয়ে ছিলেন গোয়াতে৷ সেখানে গিয়েও ইনস্টাগ্রামে ফ্যানদের প্রতি মুহূর্তের আপডেট দিয়ে গিয়েছেন কৃতি৷ তারই কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়৷ যেখানে দেখা যায় হলুদ বিকিনিতে ওয়াটারবেবি কৃতি সুইমিংপুলের অ্যাকোয়া সবুজ জলে হলুদ বিকিনি পড়ে ভরপুর আনন্দ করছেন। আর এই ভিডিও দেখে কৃতি ভক্তরাও দারুণ মজেছেন। লাইক ও শেয়ারের বন্যা বয়ে যায়৷
সম্প্রতি কৃতি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি জিমের ভিডিও পোস্ট করেছেন। যেখানে হট এন্ড সেক্সি এই অভিনেত্রীকে শারীরিক কসরত করতে দেখা যাচ্ছে।
সময়টা বেশ ভালো কাটছে কৃতির৷ গত কয়েকদিন আগে মুক্তি পাওয়া ছবি ‘লুকা ছুপি’ বক্স অফিসে দারুণ হিট৷ ছবিটি প্রায় ১২৫ কোটি টাকার ব্যবসা করে ফেলে৷ সমালোচক থেকে শুরু করে দর্শক সকলেই প্রশংসা করেছে ছবিটির৷ কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর জুটিও সকলের প্রশংসা কুড়িয়েছে৷ যদিও হাতে রয়েছে আশুতোষ গোয়ারিকরের ‘পানিপথ’৷ যেখানে কৃতি ছাড়াও রয়েছে অনিল কাপুর ও সঞ্জয় দত্ত এবং ‘হাউজফুল ফোর’ এর মতো ছবি৷ এছাড়া রয়েছে ‘অর্জুন পাতিয়ালা’ ছবি৷ এই ছবিতে দিলজিতের বিপরীতে কাজ করবেন তিনি৷
Leave a Reply