ক্রীড়া পরিদপ্তরের ইনোভেটিভ আইডিয়া “ফ্লিক” কর্মসূচী ২০২২-২৩ এর আওতায় সদর উপজেলায় আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ে তৃণমূল পর্যায়ে সচেতনতা ও দক্ষ নারী হকি খেলোয়াড় সৃষ্টির উদ্ভাবনীমূলক উদ্যোগ নিয়ে উদ্বোধন হল ৭ দিনের নারী হকি (ফ্লিক) প্রশিক্ষণ কর্মসূচী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার ও কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ আলী সিদ্দিকী।
আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ে বিকাল সাড়ে তিনটায় কিশোরগঞ্জ জেলার ৫ টি বিদ্যালয় এবং ২টি ক্লাবের ৫০ জন বালিকা হতে বাছাই করে প্রশিক্ষনার্থী মনোনীত করা হয়।
জেলা ক্রীড়া অফিসার জানান, কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় উক্ত নারী হকি (ফ্লিক) প্রশিক্ষণ শেষে ৪০ জন খেলোয়াড় কে নিয়ে এক দিনের প্রতিযোগিতার আয়োজন করা হবে।
Leave a Reply